উত্তরদিনাজপুর

কাজে যাবার সময় পথে বাজ পড়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে বাজ পরে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। এদিন সকাল থেকেই ভারি বৃষ্টি সহ প্রচণ্ড মেঘ গর্জন হচ্ছিল।সেই সময় কাজে যাবার সময় তাঁর সাথে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের কোকনা গ্রামে।

            উল্লেখ্য এদিন অমল সরকার(২৭) সকাল বেলা বাড়ি থেকে ডিউটিতে আসার সময় বাড়ি থেকে কিছুটা দূরত্বে বাজ পরে রাস্তায় লুটিয়ে পরে। সে সময় প্রত্যক্ষদর্শী ও বাড়ির লোকেরা তাঁকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে ইটাহার হাসপাতালে ছুটে আসেন ইটাহার থানার ওসি সহ থানার সকল অধিকারিক গন।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে অমল সরকারের পরিবার সহ ইটাহার থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের মধ্যে। পরে সিভিক ভলেন্টিয়ার অমল সরকারের মৃত দেহতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ইটাহার থানার পুলিশ সহ থানার সকল সিভিক ভলেন্টিয়ারা। 

            এদিন এলাকার বাসিন্দা সায়েস্তা আলম বলেন, ইটাহার থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ করত অমল সরকার। আজ সকালে কাজে আসার সময় বাজ পরে মৃত্যু হয় তার। তারপর তাকে ইটাহার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।